Affiliate training program computer city

Affiliate training program laptop shop jashore

৩ মাসব্যাপি এই প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকবে।  এই সময়ের মধ্যে প্রত্যেকের দৈনন্দিন কিছু রুটিন ওয়ার্ক থাকবে । রুটিনমাফিক সমস্ত কাজ করার পরে যদি আপনি  রোজগারে সমর্থ না হন তবে সে ব্যর্থতা আপনার নয় আমাদের। আমরা আপনাকে সঠিকভাবে গড়ে তুলতে পারিনি। এমন ক্ষেত্রে প্রশিক্ষণের শেষ দিনে ১০০ শতাংশ টাকা ফেরত পাবেন।

প্রশিক্ষণ শুরু করার পর আপনার দৈনন্দিন কাজের তালিকা প্রতিদিন প্রকাশ করতে হবে। যদি আপনি রুটিন মাফিক কাজ না করেন সে ক্ষেত্রে টাকা ফেরতের আবেদন গ্রহণযোগ্য হবে না। 

সকল প্রোডাক্ট শেয়ার করে গ্রাহক আকৃষ্ট করা যাবে কিন্তু affiliate পৃষ্ঠায় প্রদর্শিত পণ্য বিক্রয় ব্যতীত কমিশন অর্জন করা যাবে না।

আপনার অর্জিত কমিশন থেকে যে কোন প্রোডাক্ট ক্রয় করতে পারবেন যেকোনো সময় কিন্তু নগদ উত্তোলনের জন্য কমপক্ষে 1000 টাকা আপনার হিসাবে থাকতে হবে। যা ব্যাংক চেক অথবা বিকাশে গ্রহণ করতে পারবেন।

এখানে ২ ধরনের কমিশন সিস্টেম চালু রয়েছে। প্রথমটি হচ্ছে একাউন্ট করার পর অ্যাফিলিয়েটেড সমস্ত কার্যক্রম চালাতে পারবেন শুধুমাত্র যারা 6000 টাকার ট্রেনিং প্রোগ্রাম গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে কমিশন ৩০% । যারা ট্রেনিং প্রোগ্রাম গ্রহণ করবেন না তাদের ক্ষেত্রে কমিশন থাকবে 5%।

যারা ট্রেনিং প্রোগ্রাম গ্রহণ করবে তাদেরকে বলা হবে affiliate graduate. এদের আন্ডারলাইন এ কেবল গ্রাজুয়েটরা থাকতে  পারবো। এদের লিংক থেকে অন্য কেহ অ্যাফিলিয়েট করার জন্য রেজিস্ট্রেশন করলে এবং তিনি ট্রেনিংয়ের জন্য আবেদন করলে গ্র্যাজুয়েটের আন্ডার লেভেলে এফিলিয়েট করতে পারবেন। তিনি যদি প্রশিক্ষণ গ্রহণ না করেন সেক্ষেত্রে তার পেরেন্টস আইডেন্টিটি মূল প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে। 

Affiliate training program ict market bd